“সাহস নিয়ে এগিয়ে চলা এবং উদাহরণ সৃষ্টির নেতৃত্ব” এই লক্ষ্যে আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ, ডিস্ট্রিক্ট ৩৪৫ এর ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন মোছা: রওশন আরা আক্তার লুনা এবং সেক্রেটারির দায়িত্ব পালন করবেন পাস্ট প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী। নতুন কমিটির অন্যান্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট-১ অ্যাডভোকেট শায়লা পারভীন, ভাইস প্রেসিডেন্ট-২ অ্যাডভোকেট তাহমিনা খান, আইপিপি তাছকিরা আক্তার জুবিলি, ট্রেজারার মোছা: নীহারিকা হেলেন খান, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার রেবেকা ইসলাম সুমি, ক্লাব করেসপন্ডেন্ট রায়হানা বেগম। নতুন কমিটি ১ জুলাই থেকে আগামী ১ বছর ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর দায়িত্ব পালন করবেন। প্রেস বিজ্ঞপ্তি