স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে ৩টি বিষধর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপগুলো হলো খাইয়া গোখরা, দুধরাজ ও দাড়াশ। বৃহষ্পতিবার সকালে এগুলো অবমুক্ত করেন সাতছড়ির বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা জিয়াউল হক রাজু, ভানু রঞ্জন অধিকারি, উমেশ চাকমা। এই সাপগুলো সাপুড়িয়া হবিগঞ্জ সদরের ভাদৈ গ্রামে খেলা দেখাতে নিয়ে এসেছিল। বুধবার ৯৯৯ নম্বরের মাধ্যমে কল পেয়ে হবিগঞ্জ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা জিয়াউল হক রাজু, ভানু রঞ্জন অধিকারি ভাদৈ গ্রামে হানা দেন। তাদের উপস্থিতি টের পেয়ে সাপুড়িয়া পালিয়ে যায়। এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন- প্রকৃতি থেকে সাপ হারিয়ে যাচ্ছে। কারণ মানুষ এগুলোকে মেরে ফেলছে। ভয়ে এগুলোকে হত্যা করছে। সাপুড়িয়ারা এখন থেকে আর সাপের খেলা দেখাতে পারবে না। এ জন্য আমরা অভিযান পরিচালনা করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com