স্টাফ রিপোর্টার ॥ দৈনিক ইত্তেফাক এর হবিগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের পিতা অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যুবার্ষিকী আজ (৩১ জানুয়ারি)। হবিগঞ্জের বিশিষ্ট ক্রীড়াবিদ, রাজনীতিবিদ ও আইনজীবী মরহুম সাহাব উদ্দিন আহমেদ ১৯১৮ সালে বানিয়াচং উপজেলা সদরের চতুরঙ্গ রায়েরপাড়া মহল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম লবিব উদ্দিন আহমেদ। ঢাকা ও কলকাতায় শিক্ষা জীবন শেষে তিনি তরুণ বয়েসেই তিনি ফুটবল, হকি, ক্যারম ও ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে খ্যাতি লাভ করেন। এ সময় তিনি ভারতের পশ্চিম বঙ্গ, আসাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ফুটবল খেলোয়াড় হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি কলকাতা ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যক্রমের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন। পরে হবিগঞ্জ মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্ণধার হিসেবে দায়িত্ব নিয়ে দীর্ঘদিন ক্লাবের কর্মকান্ড পরিচালনা করেন। ষাটের দশকে হবিগঞ্জ মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্বর্ণযুগে তিনি ছিলেন এর মূল চালিকা শক্তি।
১৯৫৭ সালে মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক হিসেবে জালাল স্টেডিয়াম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৬৫ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদকের দায়িত্ব পালন করেন। একজন দক্ষ রেফারী হিসেবে বড় বড় ফুটবল ম্যাচ তিনি সফলতার সাথে পরিচালনা করেন।
হবিগঞ্জে নতুন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির পিছনে তার অবদান ছিল অপরিসীম। আমৃত্যু তিনি খেলাধুলার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি জেলা স্কাউটসের কমিশনার, হবিগঞ্জ যক্ষ্মা নিরোধ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা ছাড়াও বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি রাজনগর জামে মসজিদের সম্পাদক, ১৯৭০ সালে হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতিবিদ হিসাবে তিনি স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী বিভিন্ন সময়ে হবিগঞ্জ মহকুমা ও জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব ও পালন করেন। ৬২ বছর সফলভাবে আইন ব্যবসার পর ২০০৩ সালের ৩১ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। তার পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানের সকলেই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com