স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সহযোগিতায় শচীন্দ্র কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চলমান কার্যক্রম তারুণ্য মেলা, উদ্ভাবন ও উদ্যোক্তা বিষয়ক, পলিথিন ও প্লাস্টিক বর্জন, পরিবেশ সুরক্ষা সংক্রান্ত এবং জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১ টা থেকে শচীন্দ্র কলেজের ছাত্র-শিক্ষক এবং জুলাই বিল্পবে অংশগ্রহণকারীদের সাথে নিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয় এবং পরে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. লতিফ হোসেন এর সঞ্চালনায় জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক দেওয়ান রাফিউল হক খান পাঠান, পবিত্র গীতা থেকে পাঠ করেন সহকারী অধ্যাপক মানিক ভট্টাচার্য। পরে জুলাই বিপ্লবে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক তরিকুল ইসলাম হারুন, সহকারী অধ্যাপক আব্দুল আহাদ খান, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক মো. মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক গৌতম সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক সুকান্ত গোপ। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শচীন্দ্র কলেজের সাবেক ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সমন্বয়ক মো. মতিউর রহমান খোকা, মো. মোজাকির হোসেন তারেক, সাহদাত হোসেন রাকিব এবং গালিব হাসান। উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী কলেজের ছাত্র আল রকি, মুছা আহমেদ তনয়, এমদাদুল হক জিসান, খন্দকার রুহুল আমিন, মো. এনাম, সাইফুল ইসলাম তমাল, মো. তাহসিন চৌধুরী রুপম, মাহফুজ মিয়া, মো. সালেহ আহমেদ প্রমূখ। আলোচনা সভায় কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com