স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শ্রীকুটা এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার মধ্য নরপতি গ্রামের মো. আক্কাস মিয়া (২৮) ও উত্তর নরপতি গ্রামের জুনাইদ আহম্মদ (২৪)। বুধবার রাতে চুনারুঘাট থানার ওসি মো. নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- গতকাল বিকেলে দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মো. আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ মামলার বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।