
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পরোয়ানা ও সাজাপ্রাপ্ত দুই আসামিকে আটক করেছে। গত বুধবার রাতে ওসি দিলীপ কান্ত নাথ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো- উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল হেকিমের পুত্র ১৩ মাসের সাজা পরোয়ানার আসামি জালাল উদ্দিন (৪০) ও অলিপুর ড্রিম সেন্টারের বাসিন্দা মৃত ইউনুস আলীর পুত্র পরোয়ানাভুক্ত আসামি হারুন মিয়া (৩৫)। গতকাল তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি দিলীপ কান্ত নাথ জানান, অভিযান নিয়মিত চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com