স্টাফ রিপোর্টার ॥ লস্করপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান ময়না মেম্বারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানার ওসির নির্দেশে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধীতা করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি লস্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লস্করপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু পলাতক থাকায় ময়না মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি আলমগীর কবির জানান- তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com