স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান হবিগঞ্জ ডিএসবি অফিস পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তিনি পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে ডিআইজি হবিগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি কল্যাণ সভায় অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে তিনি ডিএসবি অফিস পরিদর্শন করেন। তিনি সরকারি নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি আলমগীর কবির, ডিবির ওসি, শায়েস্তাগঞ্জ থানার ওসিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com