স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর ও যশেরআব্দা খাদ্যগুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেলেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে হরিপুর গ্রামের কদর আলীর গোয়াল ঘরে কে বা কারা আগুন দেয়। এতে বনের লাছ পুড়ে যায়। তবে অল্পের জন্য গরুগুলো রক্ষা পায়। অপরদিকে যশেরআব্দা খাদ্যগুদামে গতকাল বুধবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অল্পের জন্য খাদ্য সামগ্রী ও আসবাবপত্র রক্ষা পায়। এতে আংশিক ক্ষতি হয় বলে জানা গেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।