৩নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- মানুষের জন্য রাজনীতি করলে কেউ দুর্নীতি করে না। অন্যায় দুর্নীতি আর রাজনীতি এক সাথে চলতে পারে না। আমার বিরুদ্ধে আওয়ামী লীগ অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, কিন্তু হাজার চেষ্টা করেও আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা দিতে পারেনি। আমার বিরুদ্ধে যে সব মামলা দিয়েছিল সেই মামলাগুলোও আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি গতকাল বুধবার বিকেলে আনোয়ারপুর বাইপাস পয়েন্টে ৩নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জি কে গউছ আরও বলেন- খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে শেখ হাসিনা অনেক চল চাতুরী করেছেন। মাত্র ২ কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে মামলা দিয়েছেন, সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। খালেদা জিয়ার চরিত্রে কালিমা লেপন করতে শেখ হাসিনা জাতির সামনে অনেক মিথ্যাচার করেছেন। কিন্তু ৫ আগস্টের পর সেই খালেদা জিয়া প্রতিহিংসা পরায়ন না হয়ে বিএনপি নেতাকর্মীদের ধৈর্যের আহ্বান জানিয়েছেন, মানুষের পাশে দাাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করার আহ্বান জানিয়েছেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, এটাই হচ্ছে বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির তফাৎ।
তিনি বলেন- ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোট জনগণের আমানত। যারা আমানতের খিয়ানত করেনি তারা বার বার জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন। যত দিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে, জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে তত দিন পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না।
তিনি বলেন- অন্যায় করে বিএনপির নেতৃত্ব দেয়া যায় না। কোনো অন্যায়কারী বিএনপির কর্মী হতে পারে না। কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি, জোর জবরদস্তি ও অন্যায়ের সাথে বিএনপির নেতাকর্মীদের জড়িত হওয়া যাবে না।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামান জেবু ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, লিটন আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমূখ।