সুমন আহমেদ বিজয় ॥ লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ যাত্রীসহ চালক ও হেলপার আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ২০ জানুয়ারি সোমবার ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ পরিবহন (ঢাকা-মেট্রো ব-১৫-৩৫১৫) যাত্রীবাহী বাসটি হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের বামৈ তিনপুল এলাকার অদূরে দক্ষিণ দিকে মুজাহিদনগর এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ৫ জন যাত্রী আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- যাত্রীবাহী বাস খাদে পড়ার সংবাদ পেয়েছি তবে এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com