স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ডে কোয়ালিফাইড চার্টার্ড সার্টিফাইড একাউন্টেন্ট হলেন বাহুবল উপজেলার মোঃ মোজাম্মেল হক তুহিন। তুহিন বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হরমুজ মিয়ার বড় ছেলে। তিনি ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস Association of Chartered Certified Accountant (ACCA) ডিগ্রী অর্জন করেছেন। ACCA কোর্সের ফাইনাল লেভেলের সাবজেক্ট Advance Audit and Assurance (AAA) March 2024 পরীক্ষায় তিনি সারা বিশ্বে বাংলাদেশী স্টুডেন্টদের মধ্যে একজন প্রাইজ উইনার ছিলেন।
তার আগে ২০১৮ সালে তিনি ইংল্যান্ডের Association of Accounting Technician (AAT) কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন। তিনি Institute of Chartered Accountants of Bangladesh (ICAB) CACC কোর্স সম্পন্ন করেন। বর্তমানে ইংল্যান্ডের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। তার ছোট ভাই মোঃ তোফাজ্জল হক রাহিন বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান।
উল্লেখ্য, তুহিন ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি, ১৯৯৪ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বৃন্দাবন সরকারি কলেজ থেকে ডিগ্রী এবং ঢাকা কলেজ থেকে এমকম সম্পন্ন করেন। দেশে FIVDB এবং ActionAid এ চাকরি করেছেন। ২০১১ সাল থেকে তিনি পরিবারসহ ইংলেন্ডে বসবাস করছেন।
তিনি স্নানঘাটের ফতেহপুর গ্রামের গর্বিত সন্তান। তার সাফল্যের পেছনে অক্লান্ত পরিশ্রম ছাড়াও মা-বাবা, আত্মীয়-স্বজন গ্রামবাসী তথা সমস্ত স্নানঘাট ইউনিয়নবাসির দোয়াকে বেশি প্রাধান্য দিয়েছেন। স্নানঘাট ইউনিয়নবাসীকে এই সম্মানটুকু দিতে পেরে তিনি গর্বিত। তিনি সকলের দোয়াপ্রার্থী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com