স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের পানিউমদা ইউনিয়নের হিলামপুর এলাকা থেকে চঞ্চলা সরকার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টায় গোপলার বাজার ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে।