হতদরিদ্র ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এসোসিয়েশন নেতৃবৃন্দ। দেশে ও প্রবাসে থাকা বন্ধুদের আর্থিক সহায়তায় নেতৃবৃন্দ শীতবস্ত্র বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মাঝ রাতে শহরের আরডি হল এলাকা, চৌধুরী বাজার, যশেরআব্দা গরুর বাজার, রাজনগর কলোনী, হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকা ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান এসোসিয়েশন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি