স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে বিষপানে তুলনা বেগম (১৫) নামে এক কিশোরী বধূ আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের রবিন মিয়ার স্ত্রী।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে তুলনা ও রবিন প্রেম করে কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী দু’জন একসঙ্গে বসবাস করে আসছে। বুধবার সকালে একটি ফোন কলকে কেন্দ্র করে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তুলনা অভিমান করে পরিবারের লোকজনের অগোচরে বিষপান করে। সাথে সাথে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com