স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ীতে চুরি-ছিনতাই এবং ডাকাতি বন্ধে পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান এর সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১ টায় মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়ার নেতৃত্বে ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন- হবিগঞ্জ শহরে প্রতিনিয়ত চুরি-ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটছে। এতে ব্যবসায়ীসহ শহরবাসী আতঙ্কিত। এসব চুরি-ছিনতাই ও ডাকাতি বন্ধ করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান ব্যবসায়ীদের আশ্বস্থ করে বলেন- অপরাধ করে কেউ রেহাই পায়নি, পাবেও না। চুরি-ছিনতাই ও ডাকাতির সাথে যে বা যারাই জড়িত তাদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করা হবে।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, হবিগঞ্জ সদর থানার ওসি, ডিবির ওসি, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সফিক মোল্লা, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুরাদ আহমেদ প্রমূখ। মতবিনিময় শেষে পুলিশ সুপারের কাছে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ শহরের শান্তি প্রিয় ব্যবসায়ীরা বর্তমানে খুবই আতঙ্কগ্রস্ত অবস্থায় দিনযাপন করছেন। ইদানিং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে ব্যাপক হারে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই চুরি-ডাকাতি ও ছিনতাই’র ঘটনা ঘটছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চুরি-ডাকাতির ঘটনা হলো- চৌধুরী বাজারের হরিলাল দাশের স্টেশনারী দোকানে ভোর ৫টায় তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়। বাণিজ্যিক এলাকার শাওমী মোবাইল শো-রুম ও স্যামসাং মোবাইল শো-রুম একই দিন একই সময় আনুমানিক ভোর ৫টায় দোকানের তালা ভেঙ্গে মালামাল নিয়ে যায় চোরেরা। ঢাকার এক ফল ব্যবসায়ী হবিগঞ্জে টাকা কালেকশন করে ঢাকা যাওয়ার পথে বাণিজ্যিক এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন। হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার আদি গোপাল মিষ্টান্ন ভান্ডার দোকানের পিছনের চালার টিন ভেঙ্গে প্রবেশ করে দোকানের কর্মচারিদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি সংঘটিত হয়। নবীগঞ্জ রোড মাদ্রাসা মার্কেটে সাজ্জাদ হোসেনের স্টেশনারী দোকানের পেছনের চালার টিন খুলে চুরি করে নগদ টাকা নিয়ে যায় চোরেরা। হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উত্তরপাড় নবীগঞ্জ রোডে স্বপ্নপুরি স্টুডিওতে গ্লাস ভেঙ্গে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে যায় চোরেরা। ডাকঘর এলাকায় বিষুর দোকান ও ঘাটিয়া বাজার ইদ্রিস ক্লথ স্টোরের তালা ভেঙ্গে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় সেবুল মিয়ার বাসা এবং চিড়াকান্দি এলাকার লিটন মিয়ার বাসার মালামাল চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। এছাড়াও শহরের বিভিন্ন এলাকার বাসাবাড়ীতে চুরি-ডাকাতি হচ্ছে। সংঘবদ্ধ চুরি ডাকাতির ঘটনায় হবিগঞ্জের ব্যবসায়ী সমাজসহ সাধারণ মানুষ মারাত্মক আতঙ্কগ্রস্ত ও নিরাপত্তহীনতায় ভোগছেন। এমতাবস্থায় হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এ সকল কর্মকান্ড বন্ধ করার জোর দাবি জানানো হয়।