চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের রানীগাঁও বাজারে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচি ভিজিডি ও টিসিবির ৫৭ বস্তা চাউল জব্দ করা হয়েছে। অভিযানকালে ২ জনকে আটক করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। এসময় ফুড অফিসারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারের বিলাল মিয়ার চা স্টলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৫৭ বস্তা চাউলসহ ২ জনকে আটক করে। আটককৃতরা হলো- উপজেলার পাচারগাঁও গ্রামের উস্তার মিয়ার পুত্র আলাউদ্দিন আলাই (২৬) ও শাহপুর গ্রামের মোখলেছ মিয়া ওরফে আবু মিয়ার পুত্র মামুন মিয়া (২৫)। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। চাউলের ডিলার সাইমুল করিম সুমন ও টিসিবির ডিলার মিজান মিয়া বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযানে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।