স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্ব¡র এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ইমদাদুল বারী খান জানান, মঙ্গলবার ভোররাতে বিজিবি’র একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ১০ হাজার কেজি ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক আটক করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চালক ও অন্যান্যরা পালিয়ে যায়। জব্দকৃত চিনি হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com