স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের হারের গজা বিলে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও বালি উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করেছে জেলা প্রশাসন। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল প্রায় ৪ টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জনৈক মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে বিলের নিম্নাংশে ড্রেজার মেশিন, মেশিন সংযুক্ত বালি উত্তোলনের সরঞ্জামাদি পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এ সময় ৬ সিলিন্ডার বিশিষ্ট ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় বানিয়াচং ৩নং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সাদ আহমেদ বাদী হয়ে মাহফুজ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com