স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পাহাড়ি টিলা কেটে মাটি নেওয়ার অভিযোগে এক বীর মুক্তিযোদ্ধার ছেলেসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক হরিপদ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।
নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও’র বাসিন্দা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গেদু মিয়ার ছেলে রাজু মিয়া ও একই গ্রামে মৃত নওয়াব উল্লার ছেলে আব্দুন নূর, সোনা মিয়া এবং আব্দুল গফুরসহ অজ্ঞাত ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়- আসামিরা অননুমোদিতভাবে নবীগঞ্জের পাহাড়ি অঞ্চল কান্দিগাঁও এলাকায় টিলার মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নিচ্ছেন। ফলে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন হচ্ছে।
স্থানীয়রা জানান, কান্দিগাঁও এলাকাসহ নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনা থেকে দীর্ঘদিন পাহাড় কাটা চলছে। ২০১৫ সালে উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা আসার পরও পাহাড় কাটা বন্ধ হয়নি।
অভিযোগ রয়েছে, বছরের পর বছর বেআইনিভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলেও স্থানীয় প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় এ অপরাধ বন্ধ হচ্ছে না।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হরিপদ চন্দ্র দাস জানান, গত বৃহস্পতিবার তিনি থানায় মামলার আরজি দেন। থানা পুলিশ মামলাটি এজাহারভুক্ত করেছে।
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, পাহাড় কাটার বিষয়টি পরিবেশ অধিদপ্তর তদন্ত করছে। মামলায় যাদের আসামি দেওয়া হয়েছে পুলিশ তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com