স্টাফ রিপোর্টার ॥ প্রশাসনের চাপে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের জয়নগর গ্রামের হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের লুণ্ঠিত আংশিক মালামাল ফেরত দিয়েছে লুন্ঠনকারীরা। গতকাল শনিবার বিদ্যালয়ের ডিজিটাল ল্যাবের ১৩টি ল্যাপটপ ফেরত দেয় তারা। এর আগে শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ কোর্টস্টেশন ফাঁড়ির ইনচার্জ আব্দুল মান্নান স্থানীয় মেম্বার ফরুক মিয়াকে জানান, শনিবারের মধ্যে বিদ্যালয়ের লুণ্ঠিত মালামাল ফেরত দেওয়ার জন্য। অন্যথায় লুন্ঠনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে এ বিষয়টি গ্রামবাসীকে অবগত করেন ইউপি সদস্য ফরুক মিয়া। গতকাল শনিবার সকালে লুন্ঠনকৃত ১৩টি ল্যাপটপ মেম্বারের কাছে এনে জমা দেওয়া হয়। দুপুরে মেম্বার ফরুক মিয়া ল্যাপটপগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে জমা দেন। মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষে সালাহউদ্দিন ল্যাপটপগুলো সমজে রাখেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জয়নগর গ্রামের হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ে একদল দুর্বৃত্ত প্রবেশ করে বিদ্যালয়ের ডিজিটাল ল্যাব থেকে ১৭টি কম্পিউটারসহ এর যাবতীয় মালামাল নিয়ে যায় এবং তারা জোরপূর্বক বিদ্যালয়ের দপ্তরীর কাছ থেকে চাবি নিয়ে শিক্ষক ও ছাত্রদের বের করে ক্লাস রুমগুলো তালাবদ্ধ করেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়।