![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/08/010.jpg)
স্টাফ রিপোর্টার ॥ শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবরে বাহুবলে ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিজয় উল্লাস করেছেন। গতকাল সোমবার বেলা ৩ টার দিকে সরজমিনে দেখা যায়, উপজেলার মিরপুর, বাহুবল ও পুটিজুরী বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে বাঁধভাঙ্গা উল্লাস, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে স্থানীয় জনতা। এ ছাড়াও ছাত্রনেতা খন্দকার খোরশেদ আলম সুজনের নেতৃত্বে পুটিজুরী বাজার হতে ডুবাঐ বাজার এবং ডুবাঐ বাজার হতে দ্বিগাম্বর বাজার পায়ে হেঁটে আনন্দ মিছিল করেন স্থানীয় ছাত্রজনতা।
এসময় ছাত্রনেতা খন্দকার খোরশেদ আলম সুজন বলেন, দীর্ঘদিন পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ ছিল পুরো বাঙালী জাতী। আজ আমরা স্বাধীন হয়েছি। আনন্দ মিছিলে থাকা এফ আর হারিছ কান্না জড়িত কন্ঠে বলেন, ’৭১ এর স্বাধীনতা দেখিনি, কিন্তু আজ বিজয়ের আনন্দ দেখে ও বিজয় মিছিলে অংশগ্রহণ করে বুঝতে পারলাম স্বাধীনতা কি। এই উল্লাস শুধু আমাদের নয়, পুরো বাঙালী জাতির। আমাদের ভাই-বোনের রক্তের মাধ্যমে আমরা আজ ৫ আগস্ট একটি সুন্দর স্বাধীন দেশ পেয়েছি। দেশ আজ মুক্ত।