ডেস্ক রিপোর্ট ॥ দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত। তিনি বলেন, ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলে জানানো হবে। গতকাল রবিবার (২৮ জুলাই) সকালে এ তথ্য জানান তিনি।
এর আগে, সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে আন্দোলনকে ঘিরে সহিংস তান্ডবের কারণে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্বল্প দূরত্বে যেসব ট্রেন চলার কথা ছিল, নিরাপত্তা ঝুঁকিতে সেগুলোও বন্ধ করে দেয়া হয়।
ডিজি সরদার সাহাদাত বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় নয়, তবে এর সাথে নিরাপত্তার বিষয়টি জড়িত। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে বিএনপি, জামায়াত-শিবির রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।