বানিয়াচং প্রতিনিধি ॥ ইসলামিক ফাউন্ডেশন বানিয়াচং উপজেলা শিক্ষক কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। উপজেলা সদরের ওমর ফারুক (রাঃ) মসজিদে শিক্ষকদের সাধারণ সভায় সকল শিক্ষকগণের মতামতের ভিত্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। পরে সকল প্রক্রিয়া সম্পন্ন করে গত ৪ মে শিক্ষকদের সাধারণ সভায় আহবায়ক কমিটি ও নির্বাচনী বোর্ডের প্রধান হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দিন নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের নাম ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে নির্বাচিত নেতৃবৃন্দ ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। তিন বছর মেয়াদী (২০২৪-২০২৬) কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি শায়খ মাওলানা শফিকুর রহমান, সহ-সভাপতি যথাক্রমে হাফেজ সাবাজুল হাসান, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল হাই ও মাওলানা মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক মাওলানা আফরুজ আল হাবীব, সহ সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মোস্তফা ও মাওলানা মোবারক আলী, সাংগঠনিক সম্পাদক হাফেজ ফজলুল হক, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ কিম্মত আলী ও মাওলানা আল আমীন, দপ্তর সম্পাদক ডাঃ মাওলানা খলিলুর রহমান সজিব, অর্থ সম্পাদক মাওলানা শামীম আহসান, সহ অর্থ সম্পাদক কারী ইব্রাহিম বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুরুজ, তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম শাহীন, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, হাওর ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা আবু নাসের খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, উলামা বিষয়ক সম্পাদক কাজী মাওলানা দেলোয়ার হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাইফুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা তানজিমুল ইসলাম, মাওলানা আবু তাহের, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আবু সাইদ, মাওলানা আতাউর রহমান, হাফেজ আব্দুস সালাম, মাওলানা কে এম জুবায়ের, হাফেজ মাওলানা জাকির হোসেন, আব্দুল কাদির জাকির।
এছাড়া ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টাগণ হলেন- হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দিন, মাওলানা কাজি বশির আহমদ, কারী দ্বীন মোহাম্মদ খান, কারী জাবির হোসেন, মাওলানা মাসুদ খান। নতুন কমিটির বিষয়ে একাধিক শিক্ষক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সর্বজন শ্রদ্ধেয় ও যোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শিক্ষকগণের অধিকার, ভ্রাতৃত্ববোধ এবং বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এর সকল কার্যক্রমে শিক্ষকগণ ও সমিতি অগ্রণী ভূমিকা পালনে সক্রিয় হবেন।