সভাপতি দেলোয়ার সাধারণ সম্পাদক মকছুদ
নিজস্ব প্রতিনিধি ॥ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশীদের নতুন সংগঠন বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র কমিটি গঠিত হয়েছে। গত ৯ জুন রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের জয়া পার্টি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। নয়া কমিটির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (দুলাল) এবং সাধারণ সম্পাদক আহমেদ হুসেন মকছুদ নির্বাচিত হয়েছেন। বিপুল সংখ্যক বাহুবল প্রবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সংগঠনের নতুন কমিটির নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ্ মোঃ আব্দাল। গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান সফিক উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠনতন্ত্র প্রণয়ন করেন। গঠনতন্ত্র প্রণয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন যথাক্রমে- দেলোয়ার হুসেন চৌধুরী, প্রফেসর আব্দুল মালেক, ব্যারিষ্টার মিজানুর রহমান, এম আহমেদ ফয়সল।
২০২৪-২০২৫ সালের জন্য নয়া কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী (দুলাল), সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস আকঞ্জী, সহ-সভাপতি এনাম চৌধুরী, সাধারণ সম্পাদক আহমেদ হুসেন মকছুদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ জুবেদ আহমেদ, কোষাধ্যক্ষ শাহ মোহিত, সাংগঠনিক সম্পাদক জামাল আকঞ্জী, প্রচার সম্পাদক মো. বশির মিয়া, দপ্তর সম্পাদক মো. নাসিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুনায়েদ ইসলাম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কৌশীষ দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক রুনু বেগম এবং কার্যকরী সদস্য শাহ মো. আব্দাল, দেওয়ান মোতাচ্ছির মনজু, এম আহমেদ ফয়সল, প্রফেসর আব্দুল মালেক চৌধুরী, ব্যারিস্টার মিজানুর রহমান, লিপি বেগম, আজহার চৌধুরী ও মো. শাহীন মিয়া।
এম আহমেদ ফয়সল ও দেওয়ান মোতাচ্ছির মনজুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জুনায়েদ ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শফিক উদ্দিন চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (চেয়ারম্যান), দেলোয়ার হোসেন চৌধুরী, আখলাকুল আম্বিয়া, শাহ মো. আব্দাল, এনাম চৌধুরী, ইলিয়াস আখন্জী, কাওসার আহমেদ, আমিরুল ইসলাম খান, ব্যারিস্টার মিজানুর রহমান, মোহাম্মদ নাসিম, বশির মিয়া প্রমুখ।
নবনির্বাচিত কর্মকর্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা তারা জানান ।
সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মকছুদ নতুন ইমিগ্র্যান্ডদের সহায়তাসহ প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের উপযোগি কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা নতুন কমিটির সব কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল কাসেম মজুমদার, সৈয়দ জাবেদ আহমেদ, সৈয়দ আজমল হুসেন, মোঃ আব্দুল হামিদ, মোঃ আলখাস মিয়া, আব্দুল হান্নান চৌঃ, জামাল আখন্জী, আহমেদ হুসেন, মোঃ নজীর হুসেন হাসু, মেঃ মুহিবুর রহমান, মোফাজ্জল হায়দার আখন্জী, মোঃ শাহজাহান মিয়া, মোঃ সিরাজ মিয়া, মোঃ আজাদ, মোঃ সমুজ মিয়া, মোঃ শাহিনুল আলম, জহুরুল ইসলাম শামীম, মোন্তাহিম লিটন, আব্বাস খান, মোঃ সালমান খান, জামাল উদ্দিন খান প্রমুখ।
সংগঠন সূত্র জানায়, সম্প্রতি বাহুবল এসোসিয়েশন অব ইউএসএ ইনক নামে নতুন এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে এবং ৯ জুনের সাধারণ সভায় গঠন করা হল নয়া কমিটি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com