নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত শেলী ¯œ্যাক্স থেকে মুুহূর্তের মধ্যেই এক কাস্টমারের মোবাইল ফোন উধাও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে- তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে ফুটেজ না দেখিয়ে ভূক্তভোগীর সাথে দুর্ব্যবহার করা হয়। এ বিষয়ে ভূক্তভোগীর মা জলিখা বেগম নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুন রাত ৮টা ৪৫ মিনিটে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত শেলী ¯œ্যাক্সে নাস্তা করে টেবিলে মোবাইল রেখে বেসিনে হাত ধুতে যান ভূক্তভোগী ইফতেখার তালুকদার। হাত ধুয়ে এসে দেখেন টেবিলে তার মোবাইল ফোনটি নেই। ফোন না পেয়ে তাৎক্ষণিক তিনি বিষয়টি কর্র্তৃপক্ষকে অবগত করেন। এসময় প্রতিষ্ঠানের মালিক মদরিছ চৌধুরী ও তার ছেলে ফয়সল চৌধুরীর কাছে সিসি টিভির ফুটেজ দেখতে চাইলে তারা ফুটেজ না দেখিয়ে তার সাথে দুর্ব্যবহার করেন।