চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ করে এক অসহায় নারীর জমি দখলের চেষ্টা করায় ছমির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ছমির হোসেন পুর্ব উবাহাটা এলাকার মৃত নজির হোসেনের পুত্র।
উবাহাটা গ্রামের নাহার বেগম চৌধুরী বলেন, ২০০০ সালে তিনি ও তার স্বামী সামছু মিয়াসহ তাদের নামে পৃথক ৩টি দলিলে ৩১ শতক জমি ক্রয় করেন। জমির পূর্বের রেকর্ডীয় মালিক ছমির হোসেনের পিতা নজির হোসেন ও তার বোন মৃত ছালেমা বানু এবং নজির হোসেন, আব্দুর রহিম, ইয়াদুল হোসেনের ওয়ারিশানের নিকট থেকে খরিদ করে ভোগদখল করে আসছেন। কিন্ত ছমির হোসেনের ছেলে তোফাজ্জল নজির মিয়া গংদের নিয়ে ১৫১১ দাগের জমি জোরপূর্বক দখল করতে চায়। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে নাহার বেগম চৌধুরী চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন থানায় অভিযোগ দেয়ার পর থেকে তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছে। এর আগে গত ২৬ মে ছমির হোসেনের পুত্র তোফাজ্জল হোসেন ভুল তথ্য দিয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নাহার বেগম চৌধুরী ও তার স্বামীর বিরুদ্ধে ১৪৪ ধারার মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিরোধীয় জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চুনারুঘাট থানাকে আদেশ দেন। চুনারুঘাট থানার ওসি আদেশ প্রাপ্তির পর উভয়পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এএসআই মহসিন কবিরকে দায়িত্ব দেন। কিন্তু বাদী নিজেই আদালতের আদেশ অমান্য করে সোমবার দুপুরে আইনশৃঙ্খলা বিঘেœর চেষ্টা করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার এএসআই মহসিন কবির অভিযান চালিয়ে ছমির হোসেনকে আটক করেন। এ ঘটনায় নেহার চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।