কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের চুনারুঘাটে দীর্ঘ ৪০ বছরের ইতিহাস পাল্টালেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি। তিনি পুরাতন খোয়াই নদীর ময়লা আবর্জনা পরিস্কার করে তাতে স্পীডবোর্ড চালিয়ে উদ্বোধন করলেন। শনিবার বিকেলে চুনারুঘাট পৌরসভা ঘেষা পরিত্যক্ত মরা নদীতে চালানোর জন্য পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্পিডবোর্ড হস্তান্তর করেন। পরে তিনি শিশু-কিশোরদের স্পিডবোর্ডে তুলে নিয়ে ঘন্টাব্যাপী আনন্দ উপভোগ করেন।
ব্যারিস্টার সুমন সংসদ নির্বাচনের পূর্বে মরা নদী পরিষ্কার করে হাতির ঝিলের ন্যায় রূপান্তরিত করার প্রতিশ্রুতি দেন। এমপি নির্বাচিত হওয়ার দুদিন পর প্রথমেই মরা নদী পরিষ্কারের মধ্যে দিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ সাড়ে ৪ মাস পর গতকাল শনিবার সেই নদীতে স্পিডবোর্ড হস্তান্তর করে বিনোদন কেন্দ্র হিসেবে এটি উদ্বোধন করেন। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় হবে পর্যটন কেন্দ্র। কাজের মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টি করতে চান।