স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে বিশ^ দুগ্ধ দিবস পালন করা হয়েছে। বৈশি^ক পুষ্টিতে দুধ অপরিহার্য এই প্রতিপাদ্যে শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিন, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধিন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় হবিগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তর বিশ^ দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে। হবিগঞ্জ শহরের শায়েস্তানগর মহব্বত কনভেনশন হলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত পুলিশ সুপার শামছুল হক, হবিগঞ্জ প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন শাখার উপপরিচালক ডা. মো. আব্দুস সামাদ প্রমূখ। পরে হবিগঞ্জের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানো হয়।