বানিয়াচংয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার ॥ “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা করি” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালি সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন, প্রতিবছর বিশ্বজুড়ে ৩১ মে কে বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সাল থেকে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। যে সমস্ত বস্তুর ব্যবহার বাদ দিলে অকাল মৃত্যুর ঝুঁকি হ্রাস করা যায় তামাক এর মধ্যে শীর্ষে। যত লোক তামাক ব্যবহার করেন তার প্রায় অর্ধেকেরও বেশী তামাকের ক্ষতিকর প্রভাবে মৃত্যুবরণ করেন। অকাল মৃত্যু রোধে সকলকে তামাক দিয়ে তৈরী যাবতীয় পণ্য পরিহার করার আহবান জানিয়েছেন তিনি।