স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ জুন শনিবার জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, মেডিকেল অফিসার ডাঃ রাশেদ খান, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মুর্শিদিসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও সুধীজন। সভা পরিচালনা করেন হাসপাতালের এমটিইপিআই আবুল ফয়েজ সৈয়দ তোয়াহা।
সভায় জানানো হয় অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করতে এবং শিশুমৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৪ইং এর লক্ষ্যমাত্রা ৬-১১ মাস বয়সী শিশু ৬ হাজার ৩ শত ২১ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৫০ হাজার ৭ শত ৬৪। মোট কেন্দ্রের সংখ্যা ৩১৩টি।