নিজস্ব প্রতিনিধি ॥ নোয়াপাড়া ফ্রিল্যান্সার ইউনিয়ন প্রকল্প উদ্বোধন এবং সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম. ফয়সাল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।
ইউপি সচিব মোঃ মন্তাজ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ রইছ উদ্দিন, সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মিজানুর রহমান, আই বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেন জিতু, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য মোঃ ইসলাম উদ্দিন, নোয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক ও ডিজাইন টেক আইটি ইনস্টিটিউট এর পরিচালক সাদিকুর রহমান রাফি। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলু মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য সন্তোষ মুন্ডা, বাবুল চৌহান, দুলাল চন্দ্র ঘোষ, মোঃ খসরু মিয়া, শ্যামলী রাণী দেব, সাফিয়া খাতুন, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক বরুণ দেব, সহকারী শিক্ষক মোস্তাক আহমদ, মোঃ সেলিম মিয়া, রাজু সরকার, বেঙ্গাডোবা পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম, মোঃ খলিল মিয়া, নুরুল হক, বিশিষ্ট মুরুব্বি সিরাজুল ইসলাম সর্দার, তালিব উদ্দিন শীষ আলী সর্দার, মোঃ আইয়ুব আলী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইকবাল হোসেন পাঠান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ তয়মুজ আলী, মোঃ জামাল মিয়া, আলাউদ্দিন মিয়া, মোবারক হোসেন, মোঃ আলী আহমদ, নোমান মিয়া প্রমুখ।
জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রথম ইউনিয়ন হিসেবে ৯নং নোয়াপাড়া ফ্রিল্যান্সার ইউনিয়ন আত্মপ্রকাশ করেছে এবং খুব দ্রুতই নোয়াপাড়া ইউনিয়ন ফ্রিল্যান্সারদের ইউনিয়ন হিসেবে সুখ্যাতি অর্জন করবে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।