মোঃ মামুন চৌধুরী ॥ তৃতীয় ধাপে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ১২ প্রার্থী। সোমবার (১৩ মে) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ উসমান গনি জানান- দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
তিনি জানান, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল মোটরসাইকেল, আতাউর রহমান মাসুক ঘোড়া, মোঃ সুরুজ আলী মোল্লা আনারস, রকিব আহমেদ দোয়াত কলম প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ জালাল উদ্দিন রুমী তালা, আসম আফজল আলী টিয়া পাখি, মোঃ মনোয়ার হোসেন জাকারিয়া মাইক, মোহাম্মদ আব্দুল কাদির টিউবওয়েল, মোঃ সফিক মিয়া খন্দকার সরদার চশমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) পদ্ম ফুল, মোছাঃ মমতাজ বেগম ডলি প্রজাপতি, মিস রুবিনা আক্তার ফুটবল প্রতীক পেয়েছেন। প্রার্থীরা প্রতীক পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমে পড়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে ৫ মে। শুনানি ছিল ৯ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ মে। ১৩ মে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৯ মে উপজেলার ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫৫ হাজার ৬৭৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৫৩২ ও নারী ভোটার ২৮ হাজার ১৪৭ জন। ভোটকক্ষের সংখ্যা ১৪৯টি।