![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/05/015-2.jpg)
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন, বিগত দিনে উপজেলার গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট উন্নয়নের সুফল জনসাধারণ ভোগ করছেন। উপজেলা পরিষদ ছিল সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত। তাই আগামী দিনে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করতে তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান। সোমবার রাতে পৌর মেয়র হাবিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সমাজ সেবক হামিদুর রহমান হামদু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক কাউন্সিলর গোলাপ খান, আবুল বাশার, লাল মিয়া, মাসুকুর রহমান, কাউন্সিলর বাবুল হোসেন, হাজী ফিরোজ মিয়া, গিয়াস উদ্দিন, আকবর আলী, হাজী ফজল মিয়া প্রমূখ। সভায় সর্বস্তরের জনসাধারণ বিগত দিনের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বিপুল ভোটে সৈয়দ মোঃ শাহজাহানকে নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।