স্টাফ রিপোর্টার ॥ আবারও মাছ, মাংস ও ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে এসব পণ্য চড়াদামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ- বাজারে মনিটরিং না থাকায় ইচ্ছামাফিক দাম আদায় করা হচ্ছে।
সরেজমিনে শহরের শায়েস্তানগর, চৌধুরী বাজার ও চাষিবাজার ঘুরে দেখা যায়, পোল্ট্রি ডিম গত সপ্তাহে ৪০ ও হাঁসের ডিম ৫০ টাকায় বিক্রি হয়েছে। এক লাফে মোরগের ডিম ৫০, হাঁসের ডিম ৬০-৬৫ টাকায় পৌঁছে যায়। পোল্ট্রি মোরগ ছিলো ১৮০ টাকা কেজি। বর্তমানে তা বিক্রি হচ্ছে ২২০ টাকা। কক ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৩৮০ টাকা। দেশী মোরগ ৫শ’ থেকে বেড়ে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৭০০ থেকে ৭৫০-৮০০ টাকা, খাঁসির মাংস ৮৫০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৯০০ থেকে এক হাজার টাকায়। থেমে নেই মাছের দামও। এ নিয়ে ক্রেতাদের সাথে ব্যবসায়ীদের বাকবিতন্ডা হচ্ছে। এ প্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।