স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় আদর্শ বাজার ও আদর্শ ব্যবসা প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ জাহিদুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি, হবিগঞ্জ শহরের কাপড় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা আদর্শ বাজার ও আদর্শ ব্যবসা প্রতিষ্ঠান গঠনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং ব্যবসায়ীবৃন্দ সুন্দর শহর, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।