স্নানঘাট ও দেওতৈল রাস্তা পরিদর্শন করলেন পিডি
নবীগঞ্জ প্রতিনিধি ॥ এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় প্রকল্পের জটিলতা থেকে মুক্তি পেয়েছে নবীগঞ্জ ও বাহুবলের দুটি সড়ক। শীঘ্রই দীর্ঘদীনের ভোগান্তি লাঘব হচ্ছে বাহুবলের ¯œানঘাট ইউনিয়ন ও নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের। ইতিমধ্যে রাস্তা দুটি পরিদর্শন করে গেছেন এডিবি পুনর্বাসন প্রকল্পের পরিচালক মোঃ রেজাউল হক।
জানা যায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন অফিস থেকে রইছগঞ্জ বাজার রাস্তার বেহাল দশায় বছরের পর বছর ধরে ভোগছিলো আশপাশের কয়েক এলাকার হাজার হাজার মানুষ। নবীগঞ্জ উপজেলার দেওতৈল এলাকার রাস্তাটিরও একই দশা। রাস্তা দু’টি হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার আরো ৩টি কাজের সাথে প্রকল্পের জটিলতায় আটকা পড়ে। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার তৎপরতায় প্রকল্পের জটলা থেকে মুক্তি পেয়েছে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার এ রাস্তা দুটি। শনিবার সকাল ৯টায় বাহুবল উপজেলার ¯œানঘাট ইউনিয়নের রইছগঞ্জ বাজারের রাস্তা এবং বেলা ২টায় নবীগঞ্জ উপজেলার দেওতৈল রাস্তাটি পরিদর্শন করে গেছেন এডিবি পুনর্বাসন প্রকল্পের পরিচালক মোঃ রেজাউল হক। শীঘ্রই রাস্তা দুটির বাজেট ঘোষণা এবং মেরামত কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
এমপি কেয়া চৌধুরী বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার রাস্তাঘাটসহ সর্বক্ষেত্রে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এরই প্রেক্ষিতে রাস্তা দুটির কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করছি। তিনি মন্ত্রী তাহুল ইসলাম ও প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com