চুনারুঘাট প্রতিনিধি ॥ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার হবিগঞ্জ-৪ আসন থেকে ৮ জন নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল আহাদ শাহিনসহ ৬জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ যারা সাড়ে ১২ শতাংশের কম ভোট পেয়েছেন তারা জামানত হারিয়েছেন।
হবিগঞ্জ-৪ আসন থেকে জামানত হারাতে যাওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী, তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৭ ভোট; বাংলাদেশ কংগ্রেসের মো: আল আমিন, ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪০ ভোট; ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ, তিনি মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৩ ভোট; বিএনএম এর মো: মুখলেছুর রহমান, তিনি নোঙ্গর প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৩ ভোট; ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আব্দুল মুমিন, তিনি চেয়ার প্রতীকে পেয়েছেন ৩৩৭ ভোট; বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মো: রাশেদুল ইসলাম খোকন, ছড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ১৬৭ ভোট। এ আসনটি থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২লাখ ৪৩ হাজার ৪শ ৩৭। শতকরা হার ৪৭.৫২।