স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শহরের সার্কিট হাউজ সড়কের জালাল মিয়ার পুত্র কাজী শাহিন (৪৫) ও অনন্তপুর এলাকার আলী হোসেনের পুত্র ইকবাল মিয়া (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলার ৬ মাসের কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ রয়েছে। রায় ঘোষণার পর পুলিশের গ্রেফতার এড়াতে তারা পালিয়ে আত্মগোপনে ছিলো। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com