স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সোমবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান। এমপি আবু জাহির আরো বলেন- প্রধানমন্ত্রী ৩ বার নৌকার মনোনয়ন দিয়েছেন বলে অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি নির্বাচিত হয়েছেন। না হলে ন্যাপের খুড়ে ঘর নিয়ে এমপি নির্বাচিত হতে পারতেন না। অথচ প্রধানমন্ত্রী একবার তাকে মনোনয়ন না দেওয়ায় তিনি নৌকার ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছেন। তিনি অঙ্গিকার করেছিলেন জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মেনে নিবেন। এখন তিনি অঙ্গিকার ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে হবে। তিনি বলেন- বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে অতীতের ন্যায় এবারও নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল নির্বাচিত হবেন। সিলেটে এসেও জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রার্থীদের নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনেই দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে।
সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন- সুবিদপুর ইউনিয়নের মানুষ প্রতিবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত করে আসছেন। এবারও তারা আওয়ামী লীগকেই ভোট দিবেন। তিনি আরো বলেন- জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আমার মরহুম বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করতে আমাকে সুযোগ দিন।
আমি আমার বাবার মত আজীবন বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর সেবা করে যেতে চাই। সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী আলী আকবর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জয় কুমার দাসের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সজিব আলী, ডাঃ অসিত রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, ব্যারিস্টার ইফাত জামিল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ।
সভায় বক্তারা বলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর মরহুম পিতা শরীফ উদ্দিন আহমেদ আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শ বুকে ধারণ করে তার সুযোগ্য সন্তান অ্যাডভোকেট রুয়েল জনকল্যাণে কাজ করছেন। বিশেষ করে বানিয়াচং-আজমিরীগঞ্জের মানুষের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। বিগত করোনা ও বন্যার সময় রুয়েল তাদের পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনাও রুয়েলের সকল কিছু বিবেচনা করে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জননেত্রী শেখ হাসিনা রুয়েলকে প্রার্থী করায় অতীতের ন্যায় এবারও বানিয়াচং-আজমিরীগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ মনোনীত ময়েজ উদ্দিন শরীফ রুয়েল গতকাল বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।