হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়িয়া জেলার চাপরতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী খান্দুরা হাবেলী পীর কিবলা সৈয়দ মুজিবুল হোসেন লিটন এর একমাত্র সন্তান সৈয়দ শাফিউল কুড়াইশের সুন্নতে খৎনা অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক সপ্তাহ ধরে খান্দুরা উত্তর হাবেলী হযরত শাহ সৈয়দ নজিবুল হোসেন (জলফু রহঃ) মাজার এলাকায় আশেকান ও মুরিদান আয়োজনে অর্ধ কিলোমিটার নিয়ে সাজসজ্জা লাইটিং, দুটি গেইট সহ প্রায় ১৫ একর জায়গা নিয়ে ৫শ বর্গফুটের বেশি বিশাল আকৃতির ১টি বিমান প্যান্ডেল অতিথিদের জন্য, ২টি মহিলাদের জন্য ও ১টি এলাকার পুরুষদের জন্য প্যান্ডেল ও সামিয়ানা টাঙিয়ে ১০ হাজারের বেশি মেহমানের আয়োজন করা হয়। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় খান্দুরা উত্তর হাবেলী পীর কিবলা সৈয়দ মুজিবুল হোসেন লিটন এর সভাপতিত্বে তার একমাত্র সন্তান সৈয়দ শাফিউল কুড়াইশকে সুন্নতে খৎনা করা হয় এবং রবিবার ও সোমবার দুই দিন ব্যাপী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষক দ্বারা কোরআন খতম করা হয়। সৈয়দ শাফিউল কুড়াইশের খৎনা উপলক্ষে সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কয়েক হাজার লোক দাওয়াতে অংশ গ্রহন করে। চাপরতলা ইউনিয়ন সহ বিভিন্ন স্থান থেকে আসা মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ শফিক আহমেদ সফি চিশতী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও নানা শ্রেনীর লোক ও মহিলারা এতে অংশ গ্রহন করেন। সুন্নতে খৎনা অনুষ্ঠান শুরুর প্রথমে পীরজাদা সৈয়দ আশরাফুল হোসেন জনি’র মাধ্যমে দুরুদ শরীফ ও মিলাদ মাহফিল করা হয় এবং দোয়া পরিচালনা করেন সুন্নতে খৎনা কারী দাদা পীরজাদা রফিকুল হোসেন। বিজ্ঞপ্তি