স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার হোটেল রেজা থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবক-যুবতীসহ ম্যানেজারকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুুপুরে সদর থানার এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ হোটেল রেজায় অভিযান চালিয়ে বহুলা গ্রামের আসমত উল্লার পুত্র হোটেল ম্যানেজার জালাল মিয়া (৩০), চাঁনপুর গ্রামের খলিল মিয়ার পুত্র সোহেল মিয়া (২৮) ও এক যুবতীকে আটক করে। পরে তাদের কোর্টে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের সিনেমা হলসহ একাধিক আবাসিক হোটেলে ঘন্টা হিসেবে রুম ভাড়া দিয়ে আসছে কতিপয় মালিক ও ম্যানেজার। গত শনিবার সদর থানার এসআই কৃষ্ণধন দাসের নেতৃত্বে একদল পুলিশ শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে এক কলগার্লকে আটক করে। এ সময় খদ্দের কৌশলে পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com