মোঃ মামুন চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় খোয়াই নদীর চরে আখ ক্ষেতে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তদের দেয়া আগুন মুহূর্তের মধ্যে ক্ষেতের চার পাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন।
লস্করপুর গ্রামের বাসিন্দা ইউনূছ আলী জানান, তিনি বর্গা নিয়ে প্রায় দেড় বিঘা জমিতে আখ চাষ করেছিলেন। ক্ষেতের আখগুলো ১ লাখ ৭০ হাজার টাকা বিক্রির জন্য দরদাম হচ্ছিল। এর কয়েকদিন পর ক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি বিরাট ক্ষতির মুখে পড়েছেন। তিনি প্রশাসনের কাছে এর সুবিচার কামনা করেন। সেই সাথে কৃষি বিভাগের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com