স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুনই ফকির বাড়ি গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট করা হয়। ১৯ ডিসেম্বর সকাল ১০ টার দিকে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন মোতাচ্ছির আলী (৫৮), মাহবুব আলী (২৫), মাহফুজ আলী (৩০)। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সূত্রে জানা যায়, মোকাররম আলী ৫ ভাইয়ের জায়গা দখল করে রাখা নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বড় ভাই মোতাচ্ছির আলী তাদের বিরোধ মিমাংসার জন্য চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারস্থ হন। কিন্তু ছোট ভাই মোকাররম আলী গ্রাম্য বিচার সালিশ অমান্য করে আসছেন। গতকাল মঙ্গলবার মোকাররম আলী তার লোকজন নিয়ে বড় ভাই মোতাচ্ছির আলীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে উল্লেখিত লোকজন আহত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com