স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে নতুন পাঠ্যক্রমের প্রসার শীর্ষক স্কিমের আওতায় প্রশিক্ষণ শুরু করা হয়েছে। শিক্ষকদের এই প্রশিক্ষণ ১৭ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ দিন চলবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় ভবনে চলা প্রশিক্ষণ পরিদর্শনে আসেন হবিগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক।
এছাড়াও বিভিন্ন সময়ে চলমান প্রশিক্ষণ পরিদর্শন করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণে বানিয়াচং উপজেলার ৪১টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসার ৫১৬ জন প্রশিক্ষণার্থী শিক্ষককে ৩৩ জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণার্থীদের শতভাগ উপস্থিতি থাকায় সকল অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com