নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর জমাদার বাড়ির বাসিন্দা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (লেদু) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি সোমবার বিকেল ৪ টায় সিলেটের মাউন্টএডোরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল ১১ টায় লস্করপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার পূর্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক (লেদু মিয়া) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী। তারা বলেন- শ্রমিক নেতা আব্দুল মালেক (লেদু মিয়া) মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন। তার এই অবদান জাতি কখনো শোধ করতে পারবে না। মুক্তিযুদ্ধ পরবর্তী তিনি শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত ছিলেন। তিনি সংগঠনের শায়েস্তাগঞ্জ আঞ্চলিক শাখার দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে শ্রমিক ইউনিয়নের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিবৃতিতে সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com