নবীগঞ্জে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত
স্টাফ রিপোর্টার ॥ ২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কর্তৃক “পল্লীবন্ধু এরশাদ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলা থেকে প্রাদেশিক সরকার প্রবর্তন শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নবীগঞ্জ শহরের নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এম.এ. কাইয়ুম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শহিদ চৌধুরী, ফতেহ আলম, মাজুল আহমদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী এনাম, জাতীয় পার্টি নেতা মর্তুজ আহমদ, আব্দুল গণি, কবির মিয়া, সফর আলী, মনর মিয়া, জাকির হোসেন, অদুদ মিয়া প্রমূখ।
সভায় বক্তাগণ সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলা পরিষদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নসহ বিভাগ ভিত্তিক প্রাদেশিক সরকার চালু করণের জোর দাবি জানান সরকারের প্রতি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি সম্মেলন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ এমপি এবং সদস্য সচিব গোলাম মসীহ’র নেতৃত্বে হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার ন্যায় নবীগঞ্জ-বাহুবল উপজেলার তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করার আহবান জানান।
বক্তারা আরো বলেন জাতীয় পার্টির নেতৃত্ব একমাত্র এরশাদ পরিবারের কাছেই নিরাপদ। তাই সকল নেতাকর্মীদের একযোগে বেগম রওশন এরশাদ ও শাদ এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে সামনে এগিয়ে নিতে হবে। সভায় দলের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় ডাঃ শাহ আবুল খায়েরকে দলের মনোনয়ন দেয়ার দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com