হবিগঞ্জ জেলা বিএনপির পরামর্শ সভা
নিজস্ব প্রতিনিধি ॥ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেছেন- গণতন্ত্র পুনরুদ্ধারের এক দফা দাবি আদায়ে আগামি ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে সফল করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার তিনবারের পদত্যাগকারী মেয়র আলহাজ¦ জি কে গউছ এর জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তাকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় কারাগারে আটকে রেখেছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।
আগামী ২৮ অক্টোবর ঢাকা মহা-সমাবেশকে সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে শহরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক পরামর্শ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র নেতা এডভোকেট সামছু মিয়া চৌধুরী ও এডভোকেট মনজুর উদ্দীন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দীন সেলিম ও মোঃ আব্বাস উদ্দীন, জেলা বিএনপির সদস্য এম.জি. মুহিত, আজিজুর রহমান কাজল, শামসুল ইসলাম মতিন ও অ্যাডভোকেট মোঃ আব্দুল হাই, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মোঃ এনামুল হক, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, কৃষকদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা কৃষক-দলের আহ্বায়ক মাহবুবুর রহমান আউয়াল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. এম বজলুর রহমান, জেলা তাতীদলের সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আফজাল হোসেন, আইনজীবী ফোরমের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমেদ রিপন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম শরিফ, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট মুদ্দত আহমেদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা তাতীদলের সাধারন সম্পাদক শফি কাইয়ুম, কেন্দ্রীয় ওলামাদলের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইলিয়াছ, সিনিয়র সহ-সভাপতি মওলানা আব্দুল্লাহীল কাফী, সাধারণ সম্পাদক কাশেম বিল্লা নোমান ও মাওলানা আব্দুল কুদ্দুছ নুরী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান বেগম, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, মহিলা দলের সিনিয়র য্গ্মু সাধারণ সম্পাদক শিমু আক্তার চৌধুরী, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আকসির উজ্জামান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন ও সদস্য সচিব শেখ মামুন, আবু সালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মুখলিছুর রহমান প্রমুখ।
সভায় জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন, যুবদল নেতা কাউন্সিলর টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুবের মুক্তির দাবী জানানো হয় এবং হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদের মাতা আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com