স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার মানিকপুরে রুনা আক্তার (২৫) নামের এক নারীকে ফিকলের আঘাতে গুরুতর আহত করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই গ্রামের আঞ্জব আলীর কন্যা।
জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র দুলালের সাথে রুনার পিতা আঞ্জব আলীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত সোমবার দুপুরে তর্কবিতর্কের এক পর্যায়ে দুলাল ফিকল দিয়ে রুনার পেটে আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com