মোহাম্মদ আলী সরকার ॥ কবি সংসদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। কবি সংসদ বাংলাদেশ জেলা শাখার সভাপতি জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে ও জেলা শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক আব্দুুল হক রেনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুর রকিব, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদার, মোঃ মুরাদ তালুকদার, সাংবাদিক সাখাওয়াত হোসেন টিটু।
বক্তব্য রাখেন কবি ও বীরমুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, আব্দুল আউয়াল আখঞ্জি, রাজু বিশ্বাস, মোতাহের হোসেন চৌধুরী, শাহান শাহ পীর, মাওলানা কে এম শামসুল হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, এম শওকত আলী সাংবাদিক ছায়েদ আলী, হাফেজ মোঃ আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে কবি ও সাহিত্যিকগণ উপস্থিত অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বর্ষপূর্তির কেক কাটেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com